
চতুর্থ ধাপে আজ অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে প্রভাব বিস্তার ও পুনরায় ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে মোশাররফ কাজী নামের একজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল। তিনি জানান, ৫নং গংগিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ৬ নম্বর ভোট কক্ষে মোশারেফ কাজী নামের এই বেক্তি একবার ভোট দিয়ে আবারও মোবাইল নয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোট দেয়ার চেস্টা করেছেন। এছাড়াও তিনি কর্মকর্তাদের সাথে বাজে ব্যাবহার করা সহ তিনি অনেকগুলো অপরাধ করেছেন। আমরা শুধু তার প্রথম অপরাধটি আমলে নিয়ে দণ্ডবিধির ধারা অনুযায়ী তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছি। আমি বলবো শৃঙ্খলা, সুষ্ঠু এবং নিরেপক্ষ ভোটের বিষয়ে আমরা কাউকেই ছাড় দিতে প্রস্তুত নই।
দণ্ডপ্রাপ্ত মোশাররফের বাড়ি সদর ইউনিয়নের গঙ্গিপাড়া গ্রামে। তার বাবার নাম রাজ্জাক কাজী ( নসা কাজী)। উল্লেখ্য রাঙ্গাবালীর এই নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বীতা করবেন। এবং উপজেলার ৩৭ টি ভোট কেন্দ্রে ৯০ হাজার ৭০০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।