ভোলায় বাকপ্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে নদীতে ঝাপ দিয়েছেন মা জেসমিন আক্তার (৩৮)। ঘটনার ১২ ঘন্টা পেরিয়ে গেলে এখনো ওই মায়ের সন্ধান পাওয়া যায়নি।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের সাকেরভিটা গ্রামের তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন, নিখোঁজ ওই নারীকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল৷
নিখোঁজ জেসমিন বেগম ওই গ্রামের জসিম মিয়ার স্ত্রী। তাঁর ছেলের নাম জিসান আহমেদ তানজিল। সে বাকপ্রতিবন্ধী। ঘটনার পর তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তেঁতুলিয়া নদীতে নৌকা নিয়ে ঘুরতে যায় জিসান। এসময় অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। নদীর তীর থেকে তাঁর পড়ে যাওয়া দৃশ্য দেখেছেন মা জেসমিন আক্তার। এরপর তিনি নদীতে ঝাপ দিলে তীব্র স্রোতে তিনি পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় জিসানকে উদ্ধার করতে পারলেও মা জেসমিন আক্তারকে খুঁজে পায়নি।
পরে খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) নিখোঁজ জেসমিন আক্তারের সন্ধান মেলেনি।
বোরহানউদ্দিন ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মো. আবুল কালাম আজাদ জানান, ফায়ারসার্ভিসের একটি ডুবুরি টিম জেসমিনকে উদ্ধার করতে অভিযান চালাচ্ছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজে কিছুটা বিলম্ব হচ্ছে।