
ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজারে র্যাব ও মৎস্য অধিদপ্তরের এক যৌথ অভিযানে প্রায় ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
শনিবার ২০ সেপ্টেম্বর, দুপুর ২টা ৫ মিনিটে র্যাব-৮ এর সিপিসিএস, ভোলা ক্যাম্প এবং ভোলা সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন। জনতা বাজারের দুটি দোকানে তল্লাশি চালিয়ে ৪৫০ বান্ডেল কারেন্ট জাল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় জালের মালিককে পাওয়া যায়নি।
পরে, উপস্থিত সকলের সামনে আটককৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঞা ও ভোলা র্যাব ক্যাম্প কমান্ডার শারিয়ার রিফাত অভি উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে একদল অসাধু চক্র ঢাকা ও অন্যান্য জেলা থেকে নিষিদ্ধ কারেন্ট জাল এনে ভোলার স্থানীয় জেলেদের কাছে বিক্রি করে আসছিল। এই কারেন্ট জাল ব্যবহারের ফলে নদীতে থাকা মা মাছসহ ছোট মাছ ধরা পড়ে, যা মাছের প্রজনন ও বৃদ্ধিতে বাধা দেয়।
র্যাব জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অপরাধমূলক কার্যক্রম দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ভোলা জেলায় নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অপরাধীদের ধরতে র্যাবের কার্যক্রম চলছে।