মংলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে গণস্বাস্থ্য

আবু হুরাইরা

বাগেরহাটের মংলায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতি গ্রস্তদের মাঝে ফ্রী চিকিৎসা, মেডিসিন ও খাদ্য সামগ্রী দিচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্র।

সোমবার (৩জুন) বাগেরহাটের মোংলা উপজেলার বুড়ির ডাঙা ইউনিয়নের মইদারা, বালুর মাঠ, সানবান্দা, বৈরাগী খালি ও ৬ নং চিলা ইউনিয়নে গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিমুদ্দিন আহমেদের নেতৃত্বে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় মুসা বুদ্দিনের নেতৃত্বে ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারের উপস্থিতিতে খাদ্য সামগ্রীর পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবার অংশ হিসেবে মেডিকেল ক্যাম্পে মোট ৭২১ জন রোগীকে ফ্রি চিকিৎসা ও মেডিসিন  এবং বৈরাগী খালি গ্রামে ৭৫ প্যাকেট ত্রান সামগ্রী(চিড়া,গুড়,মুড়ি,বিশুদ্ধ পানি,বিস্কুট, ও মুড়ি) বিতরণ করা হয়েছে।

এছাড়াও মোংলা উপজেলার ৬ নং চিলা ইউনিয়নের গজয়মনি মাদ্রাসায়-১৮১, জয়মনি বাজার ক্যাম্পে-১৬৬ ও চিলা গাব্বুনিয়ায়-১৫৬ রোগীকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ও গত ২ তারিখ সাভার ঢাকা হতে প্রেরীত শুকনো খাবার  চিলা গাব্বুনিয়া গ্রামের দুস্ত ১০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় রিমেল আঘাত হানার পর থেকেই জরুরি স্বাস্থ্য সেবা ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে গণস্বাস্থ্য কেন্দ্র। এপর্যন্ত দেশের উপকূলীয়  দক্ষিণাঞ্চলের ৫টি জেলায় ১২টি ইউনিট টিমের মাধ্যমে পাঁচ সহস্রাধিক অসুস্থ ব্যক্তির চিকিৎসা ও ফ্রি ঔষধ সহ ৫০ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে তারা।

Share This Article