চাঁদপুর জেলা প্রতিনিধি ::
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের আগামী ২ বছরের জন্য ২০২৪-২০২৫ মেয়াদের কার্যকরী কমিটি গঠন করা হয়। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে এই নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান দুলালের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত সকলের সম্মতিক্রমে ২৪ সদস্যের নতুন কার্যকরী কমিটির সভাপতি পদে একেএম গোলাম নবী খোকন ও সাধারণ সম্পাদক পদে এমএম সাইফুল ইসলামকে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি যথাক্রমে মাহফুজুর রহমান সৌরভ, দেওয়ান সালাউদ্দিন, আব্দুল বারী, আল আমিন ভূঁইয়া, ফয়জুন্নুর আখন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল প্রধান, সাংগঠনিক সম্পাদক ওয়াজ করুনী খান মুকুল, অর্থ সম্পাদক আতিকুর রহমান দুলাল, দফতর সম্পাদক এসএম শাহাদাত, প্রচার সম্পাদক নওফেল হাসান মায়াবি’জ, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য যথাক্রমে আব্দুল লতিফ মিয়াজী, ফরিদ উদ্দিন সিদ্দিক, কামাল উদ্দিন চৌধুরী, শেখ ওমর ফারুক, সালেহ আকরাম, ইমরান মাসুদ, প্রভাষক আল আমিন পারভেজ, আশিক কবির, সাইফুল ইসলাম, নাজমুল হোসেন, মোবাশ্বের হোসেন।
নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সম্মানীত সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান- নিরপেক্ষ, নির্ভরযোগ্য ও সততার সাথে পরিচালিত অনলাইন গণমাধ্যম বাংলাদেশ চিত্র’র এর সহ-সম্পাদক (বার্তা) ইঞ্জিনিয়ার ফয়েজ আহাম্মেদ (মাহিন)।
মতলব উত্তর উপজেলাকে একটি দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত করে মডেল উপজেলা গড়ার জন্য ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে কলম সৈনিকদের অবিচল থাকার আহ্বান করেন তিনি।