মতলব (উঃ) চাঁদপুর ::
চাঁদপুর জেলার মতলব (উ.) উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন-২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মো: বিল্লাল হোসেন। তিনি উপজেলার টরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানাগেছে, মোঃ বিল্লাল হোসেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি তোলারাম কলেজ পদার্থ, রসায়ন ও গনিত সহ ২০০৪ সালে তিন বছর মেয়াদী বি. এস. সি/ স্নাতক ডিগ্রী অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় হতে বাংলা বিষয়ে এম.এ (স্নাতকোত্তর) ডিগ্রী অর্জন করেন। পাশাপাশি কলেজ অব এডুকেশন এন্ড রিসার্চ-ঢাকা হতে ১ম শ্রেণি সহ বি.এড এবং NAPE ময়মনসিংহ এর অধীনে আলীগন্জ্ঞ পি.টি.আই হতে ১ম শ্রেণিতে ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৫ সনে নিয়োগ প্রাপ্ত হয়ে ৩০ জুন ২০০৭ ইং পর্যন্ত নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের কর্মরত ছিলেন। পরে ২০০৭ সালে ২৫নং ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতলব (উ.) উপজেলায় সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। বিভাগীয় প্রার্থী হয়ে ২০১০ সালে সরাসরি প্রধান শিক্ষক পদে পদোন্নতি লাভ করেন। বর্তমানে উপজেলার টরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা ও নিষ্ঠার সাথে প্রধান শিক্ষক দায়িত্ব পালন করছেন।
বিল্লাল হোসেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে প্রথমবার নির্বাচিত হন।
এদিকে মো. বিল্লাল হোসেন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, সালমা আক্তার, পলিণ আক্তার, মর্জিনা আক্তার, রোজিনা আক্তার সহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ।