মধ্যরাতে ডিবি পরিচয়ে দৈনিক ভোরের কাগজ পত্রিকার অনলাইন ইন চার্জ মিজানুর রহমান সোহেলকে তুলে নেওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন বিশ্বাস করে সরকারি বিশেষ বাহিনীর এই প্রকার আচরণ জুলাই চেতনার সম্পূর্ণ পরিপন্থী ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আচরণের পুনঃপ্রকাশ। এটি জোরপূর্বক গুমের সংজ্ঞার সঙ্গে অভিন্ন। এই ঘটনা আবারও প্রমাণ করল পুলিশের সংস্কার কতটা জরুরি।
এতে বলা হয়, রাষ্ট্র সংস্কার আন্দোলন বিশ্বাস করে আইনের শাসন ও ন্যায়বিচার পাওয়ার অধিকার একজন স্বাভাবিক নাগরিকের মতো একজন অপরাধীরও রয়েছে। অপরাধের বিচার হওয়ার আগে কাউকে অপরাধীর মতো করে দেখা এবং বাংলাদেশের প্রচলিত আইন বহির্ভূতভাবে কাউকে আটক করা আইনের শাসনের প্রতি শাসকশ্রেণির বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। রাষ্ট্র সংস্কার আন্দোলন নাগরিকদের প্রতি শাসকদের এইরূপ আচরণ আর দেখতে চায় না।
রাষ্ট্র সংস্কার আন্দোলন এই ঘটনায় সরকার ও রাষ্ট্রীয় বাহিনীকে মিজানুর রহমান ও জাতীর কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানায় উল্লেখ করে এতে উল্লেখ করা হয়, রাষ্ট্র সংস্কার আন্দোলন সরকার ও রাষ্ট্রীয় বাহিনীগুলোকে হুঁশিয়ার করে দিতে চায়, সামনের দিনে এমন কোনও ঘটনার পুনরাবৃত্তি হলে, রাষ্ট্র সংস্কার আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।