দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কুমিল্লার সেনানিবাসসংলগ্ন বুড়িচংয়ের ময়নামতি কমনওয়েলথ যুদ্ধ সমাধিতে (ওয়ার সিমেট্রি) যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা কুমিল্লার ময়নামতি যুদ্ধ সমাধিক্ষেত্রে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা এ স্মরণসভায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক, ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক মাইকেল মিলার, কানাডার হাইকমিশনার অজিৎ সিং ও অন্যান্য কূটনীতিকরা।
এ ওয়ার সিমেট্রিতে ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৮ সেনাকে সমাহিত করা হয়। ১৯৬২ সালে একজনের দেহাবশেষসহ সমাধির মাটি তার স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে যান। কমনওয়েলথ গ্রেভইয়ার্ড কমিশন এ যুদ্ধ সমাধিক্ষেত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে।
