
জামালপুর প্রতিনিধি:
শবে বরাত উপলক্ষে “মহান শবে বরাত” শিরোনামে ইসলামী গজল রিলিজ হয়েছে।
রোববার ইসলামী সংগীত প্রকাশের ইউটিউব প্লাটফর্ম ‘গজল বাংলা ইউটিউব’ চ্যানেলে সংগীতটি প্রকাশিত হয়েছে।
গজলটি লিখেছেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মনিরুল ইসলাম,সুর করেছেন গীতিকার,সুরকার এবং ইসলামি সংগীত শিল্পী রমজান আলী। গানটি গেয়েছেন রমজান আলী,খালিদ বিন ওয়ালিদ,গোলাম কিবরিয়া,সালিম আহমদ,হাবিবুল্লাহ সায়েম,আব্দুর রহিম। সাউন্ড কম্পোজিশনে ছিলেন-খালিদ বিন ওয়ালিদ এবং ভিডিওগ্রাফিতে ছিলেন খালিদ বিন ওয়ালিদ ও গোলাম কিবরিয়া। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- ইমরান হোসাইন পুষ্পকানন।
ইউটিউব লিংক:- https://youtu.be/g0SCOC4wjNQ