জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘শহরের রাস্তাগুলো চলাচলের উপযোগী রাখতে হলে অটো এবং ব্যাটারি চালিত রিক্সা চলাচল নিয়ন্ত্রণ করা আবশ্যক।’
সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘পূর্বের ন্যায় রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত ব্যাটারি চালিত রিক্সা চলতে পারে। অন্য সময় প্যাডেল চালিত রিকশা চলবে। কিন্তু প্রধান সড়ক বা মহাসড়কগুলোতে প্যাডেল চালিত কিংবা ব্যাটারি চালিত কোনো রিকশাই উঠতে দেওয়া যাবে না। এতে করে রিকশাচালক, অন্যান্য যাত্রী সহ সকলের জন্যই নিরাপত্তা হুমকি তৈরি হয়।’
‘অন্যথায় রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় ও জেলা শহরের রাস্তাগুলো ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে উঠছে। দুর্ঘটনা, জ্যাম থেকে শুরু করে রাস্তায় অধিকাংশ বিশৃঙ্খলার জন্য এই অব্যবস্থাপনা দায়ী। অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট দপ্তর এর দায় এড়াতে পারে না। যারা এই পেশায় আছেন তাদের জীবিকা নির্বাহের বিষয়ে সামগ্রিক বিবেচনা করে এই বিষয়ের সমাধান অতীব জরুরি।’
    