মাকে গাছের সাথে বেঁধে তার সামনেই ঘরে আগুন দিলো ছেলে

বাংলাদেশ চিত্র ডেস্ক

পিরোজপুরের ইন্দুরকানীতে নিজের মাকে সুপারি গাছের সঙ্গে বেঁধে বসতঘর পেট্রল দিয়ে আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার প্রত্যন্ত চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইন্দুরকানীর চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে আল আমিন পরকীয়া ও মাদকাসক্তের কারণে সেনাবাহিনী থেকে গতবছর চাকরিচ্যুত হন। আল আমিনের চারিত্রিক সমস্যার কারণে তার দ্বিতীয় স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যান। এ ঘটনায় তিনি তার বাবাকে দোষারোপ করতে থাকেন। রোববার সকালে আল আমিন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তার বাবাকে মারার জন্য দা নিয়ে খুঁজতে থাকেন। এ অবস্থায় এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পুলিশ বাড়িতে গেলে আল আমিন পালিয়ে যান। একপর্যায়ে পুলিশ চলে গেলে আল আমিন উত্তেজিত হয়ে তার মাকে সুপারি গাছের সঙ্গে বাঁধেন। পরে পেট্রল দিয়ে বসতঘরে আগুন ধরিয়ে দেন। আগুনে বাড়িটি পুড়ে ভস্মিভূত হয়ে যায়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আল আমিনকে আটক করে থানায় নিয়ে আসে।

ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, চরনী পত্তাশী গ্রামে মাকে বেঁধে ছেলে বসতঘর আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলে আল আমিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় মামলা করবেন।

Share This Article