আব্দুল্লাহ আল নোমান, মাগুরা প্রতিনিধি ::
মাগুরায় শেখ কামাল উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় কুচিয়ামোড়া ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি ২০২৩) বিকালে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় কুচিয়ামোড়া ইউনিয়ন ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে রাঘবদাইড় ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
উত্তেজনাপূর্ণ এ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রথমার্থের ১০ মিনিটে কুচিয়ামোড়া ফুটবল একাদশের খেলোয়াড় জনি ১টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে একই দলের তুহিন আরো একটি গোল করে ব্যবধান বাড়িয়ে নেয়। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে সোহাগ রাঘবদাইড় ইউনিয়নের পক্ষে প্রথম গোলটি করেন। খেলার ২৬ মিনিটে জনি আরো একটি গোল করলে ৩-১ গোলের ব্যবধানে কুচিয়ামোড়া ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হয়। মাননীয় সংসদ সদস্য মাগুরা-১ জনাব এ্যড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফাইনাল খেলার উদ্বোধন করেন।
খেলা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, উপজেলা নির্বাহী অফিসার, মাগুরা সদর মোঃ তারিফ-উল-হাসান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও আয়োজক বারিক আনজাম বারকি প্রমুখ উপস্থিত ছিলেন । এ টুর্ণামেন্টে সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের ফুটবল দল অংশ নেয়।