মাগুরা প্রতিনিধিঃ
ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন করেছে মাগুরার জেলা সাংবাদিক সংগঠন মাগুরা রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)।
শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সাইন্সল্যাবের হলরুমে সাংবাদিক আশরাফ আলির সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও গ্লোবাল টিভির মাগুরা জেলা প্রতিনিধি মোঃ ইউনুস আলী ।
এসময় গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি মাগুরার কৃতী-সন্তান ও দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ আখলাক ই রসুল সহ মাগুরা জেলার সন্তান হিসেবে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান আলোচকের বক্তব্যে চ্যানেল আইয়ের সিনিয়র সাংবাদিক মোঃ শাহিনুর রহমান বলেন, ‘মাগুরা জেলার সন্তান হিসেবে আমাদের এ জেলার উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ অনেক। আমরা বিভিন্নভাবে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি মাগুরা রিপোর্টার্স ইউনিটিও তার ব্যতিক্রম নয়।’ রিপোর্টার্স ইউনিটি সংবাদ লেখার গুণগত মানের দিকে জোর দিয়ে সাংবাদিক সমাজ যে আসলেই সমাজের দর্পণ সে লক্ষ্যে অবিচল থেকে সত্য নির্ভীক আদর্শ নিয়ে একটি বৃহৎ সাংবাদিক সংগঠন বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মোঃ ইউনুস আলী সকল সাংবাদিকের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মাগুরা রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন পদক্ষেপ সকলের সামনে তুলে ধরেন এবং সকল সাংবাদিকবৃন্দকে সততা ও ন্যায়ের পক্ষে কাজ করতে উদাত্ত আহ্বান জানান।
এসময় আরও বক্তব্য রাখেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস, দপ্তর সম্পাদক শাহিন খন্দকার, সাংবাদিক বিকাশ বাছাড় ও কবির হোসেন প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক জিয়াউল কবির, একেএম মাজেদুল আলম, জাকিউল ইসলাম, রাজিব হোসেন, এজাজ মাহমুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে বিশেষ ভোজের আয়োজন করা হয় ।
আ/ব