hw-remosaic: false;
touch: (-1.0, -1.0);
modeInfo: Beauty ;
sceneMode: 0;
cct_value: 4100;
AI_Scene: (-1, -1);
aec_lux: 69.0;
aec_lux_index: 0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
albedo: ;
confidence: ;
motionLevel: 0;
weatherinfo: null;
temperature: 46;
মাদারগঞ্জ সংবাদদাতা ; নিজ উপজেলা জামালপুরের মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড.মোঃ আশরাফুর রহমান। গত রোববার ১৩ অক্টোবর দুপুরে তিনি শহরের শ্রী শ্রী লক্ষী নারায়ণ ঠাকুর পূজামণ্ডপসহ বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন ডিআইজি ড.মোঃ আশরাফুর রহমান। এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক কার্যক্রমের প্রশংসা করেন ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মাসুদ আনোয়ার ,অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ সোহরাব হোসাইন,মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম,পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন,পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর,সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোখলেছুর প্রমুখ উপস্থিত ছিলেন।