মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ 

বাংলাদেশ চিত্র ডেস্ক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস  ইউনিয়নের ২২০৫ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদুল ফিতরের উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল ১০ টায় সময় ২নং বারুহাস ইউনিয়ন পরিষদ চত্বরে এসব চাল বিতরণ করেন ২নং বারুহাস ইউপি চেয়ারম্যান মো:ময়নুল হক। এসময় তিনি ইউনিয়নের ৯টি  ওয়ার্ডের ২২০৫টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনিরুজ্জামন, ইউপি সদস্য মো রাজিব সরকার রাজু, মো মিদুল হোসেন, মজনু আলী, বিপ্লব আহমেদ, শিমা খাতুন, রিনা পারভিন, মো ফারুক আহমেদ প্রমুখ।

এসময় ইউপি চেয়ারম্যান মো: ময়নুল হক বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন। চাউল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পুন্ন হয়েছে। উপহার হিসেবে এই চাল পেয়ে সকলে আনন্দিত এবং সন্তুষ্ট হয়েছেন।

Share This Article