'মানিকগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্ট'স এসোসিয়েশন' এর উদ্যোগে 'ঘিওর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল' এর তত্ত্বাবধানে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুলাই) ঘিওরের নারচী বাজারে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পেইনে প্রান্তিক খামারিদের বিনামূল্যে গবাদিপশুর চিকিৎসা, ভ্যাক্সিনেশন ও ঔষধ সরবরাহ করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. রাসেল আহমেদ বলেন, 'প্রানী চিকিৎসায় যত্রতত্র এন্টিবায়োটিক ব্যাবহার করা যাবে না। প্রাণঘাতি লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসের ভয়াবহতা উল্লেখ করে খামারিদের সচেতন করেন। '
এছাড়াও সংগঠনের সহ-সভাপতি সাব্বির আহমেদ বলেন, 'সামনে আমাদের এ ধরনের ক্যাম্পেইন আরও করার পরিকল্পনা আছে। প্রাণি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে সংগঠনের কর্মীরা বদ্ধ পরিকর। 'সঠিক সঠিক চিকিৎসায়, মিটবে আমিষ বাড়বে আয়' এই স্লোগান মাথায় নিয়ে আমরা সামনে যেতে চায়।'
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ডা. পার্বতী পাল বলেন, 'দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রাণিসম্পদ এর বিকল্প নাই। আমাদের প্রান্তিক খামারিদের আরো বেশি সচেতন হতে হবে। অবশ্যই নিয়মিত ভ্যাক্সিনেশন এবং কৃমিনাশক করতে হবে।'
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ পড়ুয়া অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।