মায়ের ভালোবাসা

বাংলাদেশ চিত্র ডেস্ক

সাহিত্য প্রতিবেদন :

মায়ের কোলে সূর্য হাসে, মায়ের হাসিতে মুক্তা ঝরে। মায়ার হাসিতে ভরা মায়ের আঁচল, বেধে রাখে সারা জীবন সুখের স্বপন। আছে শুরু নেই শেষ আকাশ পাতাল, বিলিয়ে হয় না শেষ, নিঃশেষ প্রাণ । দিয়ে বিসর্জন মায়ের জীবন, হৃদয় ভরা যার ভালোবাসার মন।

চলে যায় সন্তান নিজ সুখের আশায়, কাঁদে মায়ের মন চির সুখের প্রত্যাশায়। প্রদ্বীপ হয়ে সন্তানের সিয়রে, নির্ঘুম রাত কাটে প্রভাতের সূর্য্য দেখে। ছিড়ে না কখনও মায়ার বাধন, হয় না ছিন্ন মায়ের বন্দন। গভীর নিশিতে বৃষ্টি ঝরে নয়ন জলে, ঘুমায় সন্তান সুখের আবেশে।

সন্তান যদি বিপদে পরে, ঝরে বৃষ্টি চোখের জলে, ভিজে গাঁ কান্নার সুরে । নেই তুলনা মায়ের ভালোবাসার মন, হয়না ম্লান চির সুন্দর সূর্য্যের মত। যায় না মুছা দুধের ঋন, হয়না শেষ মায়ের ঋন, দিয়ে শত পিঠের চাম । প্রসব ব্যথায় আকাশ ভাঙ্গে, এত জ্বালা সয়না প্রাণে, মৃত্যু কেন দাওনি আমায়।

তীর হারা ঢেউয়ের মাঝে নৌকা চলে গভীর জলে, পেলেন খুঁজে যাদু মনিরে ।
কতছিল স্বপ্ন আশা, হারিয়ে যায় সুখের বাসা, ঝরে বৃষ্টি, চোখের পাতায় ।
গলার মালামায়ের আদর,
মা ছাড়া সবই আধার।
জীবন মৃত্যুর সন্ধিক্ষনের প্রহর গুনে,
বৃদ্ধাশ্রমের জানালায় তাকিয়ে।

লেখক : মো: লিয়াকত হোসেন

  • সিনিয়র শিক্ষক, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়।
Share This Article