
মালয়েশিয়ায় কর্মক্ষেত্রে উৎকর্ষতা, উদ্ভাবন, মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন এবং সুস্থ কর্মসংস্কৃতি গড়ে তোলায় অসাধারণ ভূমিকা রাখা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মান জানাতে “টপ নিয়োগদাতা সম্মাননা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কুয়ালালামপুরের দ্য সেন্ট রেজিস-এর অভিজাত বলরুমে ‘জাদুকরী মুখোশবলয় উৎসব’ থিমে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সরকারি-বেসরকারি খাতের শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে মাইক্যারিয়ারফেয়ার-এর প্রধান নির্বাহী ড্যানিয়েল চং কর্মক্ষেত্রে নেতৃত্ব, নিষ্ঠা ও মানবসম্পদ ব্যবস্থাপনায় উৎকর্ষতা উদযাপনের গুরুত্ব তুলে ধরেন।
পরবর্তী সময়ে জমকালো ডিনার, বিদ্যালয়ের শিক্ষার্থীদের দলীয় সংগীত, বাদ্যযন্ত্র পরিবেশনা ও আয়নার নৃত্য সমগ্র পরিবেশকে করে তোলে প্রাণবন্ত ও মনোমুগ্ধকর।
এই বছর ছয়টি প্রধান বিভাগ এবং ২৪টি উপবিভাগে শ্রেষ্ঠদের সম্মাননা দেওয়া হয়। মূল বিভাগগুলো হলো—বছরের সেরা নিয়োগদাতা, সেরা কর্মস্থল, স্নাতকদের পছন্দের নিয়োগদাতা, বছরের সেরা মানবসম্পদ দল, বছরের সেরা প্রধান নির্বাহী (ব্যক্তিগত), বছরের সেরা মানবসম্পদ নেতা (ব্যক্তিগত)।
ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান, বেসরকারি কোম্পানি, সরকারি সংস্থা, তালিকাভুক্ত প্রতিষ্ঠান ও বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ আয়োজনে অংশ নেন।
সেরা নিয়োগদাতা ও সংশ্লিষ্ট বিভাগে সম্মাননা পেয়েছেন, আজলান মারজুকি শাহ — রেকায়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন, নোরিউহানিস নাসির — ট্রন ম্যানেজমেন্ট, আবদুল্লাহ মুহাম্মদ তাজউদ্দিন — বিবিরি হোস্টেল এম্পায়ার, নিকলাস এনজি চাই পিন — অ্যাবাভ ক্রিয়েটিভ ইভেন্টস, মিকি এনজি মোই চিন — অ্যাবাভ ক্রিয়েটিভ ইভেন্টস, লিম হুং কেয়াট — রিফ রাফ পেইন্ট কাস্ট, চিয়া আহ কেয়ং — সেগি ক্যাশ অ্যান্ড ক্যারি, দাতো’ ইন্দেরা মাহমুদ মোহদ নাওয়াবি — ইয়ায়াসান পাহাং, দাতো’ মোহদ ইজানি ঘানি — মালয়েশিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ, দাতো’ মাহমুদ আব্বাস — পিকেএনএস।
বছরের সেরা মানবসম্পদ নেতা: রিদজুয়ান বুয়াসান — জেল্যান্ড গ্রুপ, এনজি লি ফেং — সেগি ভ্যালু হোল্ডিংস, ট্রেসি পোহ গেক কিম — টেলিফ্লেক্স মেডিক্যাল, শারিফাহ শাফিনি — ল্যারিঞ্জিয়াল মাস্ক কোম্পানি, জেসন দেন — বুস্ট, ইয়ভোন তান ইয়ে ওয়ের্ন — ডেটাক্সেট মালয়েশিয়া, তান লিন ইম — টেলিফ্লেক্স মালয়েশিয়া, ইনতান শাহিরা — এয়ারএশিয়া, ফিবি পান — রেডিয়াম ডেভেলপমেন্ট, নাদিয়া তান আবদুল্লাহ — মালয়েশিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ, আজুরা রামলি — পিকেএনএস।
বছরের সেরা মানবসম্পদ দল:,মালয়েশিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ, এয়ারএশিয়া, ওয়াটসনস মালয়েশিয়া, মেসরা রিটেইল সার্ভিসেস।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে, অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও উন্নত কর্মসংস্কৃতি, উদ্ভাবন ও নেতৃত্ব বজায় রাখার অঙ্গীকার করেন।