তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ। সে সময় হাসিনার দুঃশাসনে প্রবাস থেকেও যারা সবাইকে ঐক্যবদ্ধ রেখে দেশ ও দলের স্বার্থে কাজ করেছেন তাদের ধন্যবাদ জানান বিএনপির বর্ষীয়ান এ নেতা।
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের এ দোয়া ও আলোচনা সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপি মালয়েশিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ ও মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি তালহা মাহমুদ ছাড়াও সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, সহ-সভাপতি, ডা: এস, এম, রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক এস, এম, নিপু, কাজী সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন সহ আরো অনেকে উপস্হিত ছিলেন।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আ: আজিম মোল্লা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুর রহমান শিশির, আমিনুল ইসলাম রতন, জসিম উদ্দিন, আ: রহিম, রমজান আলী ও সুমন চৌধুরী। শাখা কমিটির মাধ্য বক্তব্য রাখেন, মো: জাকির হোসেন, ইসমাইল মজুমদার, মনির হোসেন, বাবুল, মো: মানিক, রানা সুমন ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি মালয়েশিয়ার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ প্রয়াত সকল শহীদ ও বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত যাঁরা আত্মাহুতি দিয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন উপস্হিত নেতাকর্মীরা।