কেলান্তানের সুলতান মুহাম্মদ পঞ্চম রাজ্য সরকারকে আহ্বান জানিয়েছেন, ভিজিট মালয়েশিয়া ২০২৬ উপলক্ষে রাজ্যের নগর, সাংস্কৃতিক, ঐতিহাসিক ঐতিহ্য, শিল্পকলা, গ্যাস্ট্রোনমি, উপকূলীয়, ইকো-অ্যাগ্রো এবং ভূ-পর্যটনের সুযোগগুলো বিশ্বদরবারে তুলে ধরতে।
সুলতান স্থানীয় জনগণের অতিথিপরায়ণ স্বভাবকে কাজে লাগিয়ে সম্প্রদায়ভিত্তিক পর্যটন (CBT) উন্নীত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সরকার, জনগণ এবং বেসরকারি খাত একসঙ্গে কাজ করলে এ খাত শক্তিশালী হবে।
তিনি উল্লেখ করেন, পর্যটন শিল্পের সাফল্য নির্ভর করে সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তার ওপর। পরিষ্কার-পরিচ্ছন্নতা, ভূদৃশ্য সৌন্দর্য এবং জনসাধারণের সুবিধা উন্নত করার পাশাপাশি দর্শনার্থী-বান্ধব পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
রাজ্যের ভবিষ্যৎ চালিকাশক্তি হিসেবে তরুণদের নেতৃত্ব, উদ্যোক্তা ও ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার ওপর জোর দেন সুলতান।
তরুণ সমাজে মাদকদ্রব্য, ভ্যাপ ও শিশার ব্যবহার রোধে কেলান্তানের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনস্বাস্থ্য আইন ২০২৪ বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানান।
সুলতান মুহাম্মদ পঞ্চম তার ৫৬তম জন্মদিন উপলক্ষে ইস্তানা বালাই বেসারে দেওয়া ভাষণে এসব বার্তা তুলে ধরেন।
ইউআরএল কপি করা হয়েছে