মাস্কের সাথে বৈঠক করার কথা অস্বীকার করলো ইরান

বাংলাদেশ চিত্র ডেস্ক

ইলন মাস্কের সাথে ইরানি কর্মকর্তারা বৈঠক করেছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, তেহরান তা ‌’সুস্পষ্টভাবে’ অস্বীকার করেছে। শনিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইরানি মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, নিউ ইয়র্ক টাইমসে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আমেরিকান মিডিয়া বিষয়টি যেভাবে প্রচার করেছে, তাতে ‌’বিষ্মিত’ হয়েছে ইরান।

গত শুক্রবার নিউ ইয়র্ক টাইমস জানায়, সদ্য নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক চলতি সপ্তাহের প্রথম দিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানির সাথে বৈঠক করেছেন। অজ্ঞাতপরিচয়ের একটি সূত্র এই বৈঠকটিকে ‘ইতিবাচক’ হিসেবে অভিহিত করেছেন।

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, মাস্কের ব্যবসা তেহরানে নিয়ে আসার জন্য মার্কিন অর্থ বিভাগ থেকে অবরোধে ছাড় দেয়ার জন্য মাস্ককে অনুরোধ করেন।

Share This Article