মঠবাড়িয়ার মানুষদের অবমূল্যায়ন করে সমাবেশে বক্তব্য দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান। তিনি মিঠাখালীর মানুষকে অশিক্ষিত বলেছেন। একই সাথে অন্য সকল ইউনিয়নের মানুষকে মিঠাখালীর মানুষের চেয়েও কম বুদ্ধিসম্পন্ন বলেছেন।
বৃহস্পতিবার রাতে তার ভাই রিয়াজ উদ্দিনের প্রার্থীতা বাতিল হওয়ার পর রাতে মঠবাড়িয়া মাঝেরপুল বাজারে এক সমাবেশে তিনি মঠবাড়িয়ার নাগরিকদের অসম্মান করেন।
বক্তব্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপশক্তি আখ্যা দিয়ে নেতাকর্মীদের বাঁশের লাঠি নিয়ে প্রস্তুত থাকতে বলেন আশরাফুর রহমান। বাঁশের লাঠি নিয়ে মঠবাড়িয়াকে নতুন করে স্বাধীন করতে হবে বলেও উল্লেখ করেন আশরাফ। এজন্য নেতাকর্মীদের গর্জে উঠতে বলেন।
নিজের বড় ভাই শামীম শাহনেওয়াজকে মাত্র ১৫ দিনে কলার ছড়ি মার্কায় ৭ জানুয়ারি এমপি বানিয়েছেন জানিয়ে আশরাফুর রহমান দম্ভ করে বলেন, আমাদের এমপি এবং উপজেলা চেয়ারম্যান হতে বছরের পর বছর লাগে না। ওদের দাঁতভাঙা জবাব দিয়ে সবকিছু তছনছ করে দিব।