মিরপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করল ফায়ার সার্ভিসের বিশেষ দল

বাংলাদেশ চিত্র ডেস্ক

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কসমিক ফার্মা নামের কেমিক্যাল গোডাউনে ফায়ার সার্ভিসের হ্যাজমেট টিম (বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল) দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বুধবার সকালে পাঁচজন ফায়ার সার্ভিসের সদস্য কেমিক্যাল ফায়ার স্যুট পরে গোডাউনের ভেতরে প্রবেশ করেন।

তিনি আরও জানান, তারা আগুনের ধোঁয়ার উৎপত্তিস্থল খুঁজে বের করতে ভেতরে কাজ করছেন। ধোঁয়ার উৎস শনাক্ত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেছে সিআইডি। ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে আছে, তবে এখনো পুরোপুরি নির্বাপণ হয়নি। কেমিক্যালের আগুন কিছুটা জটিল। তাই সময় নিয়ে কাজ করতে হচ্ছে।

Share This Article