মিরপুরে ব্যবসায়ীকে হত্যার পরিকল্পনাকারী সেই স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

বাংলাদেশ চিত্র ডেস্ক

রাজধানীর মিরপুরে আমির হোসেন নামে এক ব্যবসায়ীকে হত্যার পরিকল্পনার অডিও রেকর্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক রাসেল খানকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

গত সোমবার (২০ অক্টোবর) একটি জাতীয় গণমাধ্যমে ‘৩ লাখ টাকায় খুনের চুক্তি, জানা গেল চাঞ্চল্যকর তথ্য’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবদেন প্রকাশের ৪৮ ঘন্টার মধ্যে স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল খানকে বহিষ্কার করা হলো।

জানা গেছে, রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার আমির হোসেন নামে এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকার বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে হত্যার পরিকল্পনা করেন রাসেল খান। গত রোববার (১৯ অক্টোবর) বিকালে রাসেল খান ও এক ভাড়াটে খুনির কথোপকথোনের অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তেই তা ভাইরাল হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই অডিও নিয়ে মিরপুরের স্থানীয় রাজনীতিতে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকে অভিযুক্ত ওই স্বেচ্ছাসেবক দল নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সেই ৬ মিনিট ২৪ সেকেন্ডের একটি হোয়াটসঅ্যাপ কল রেকর্ডে শোনা যায়, রাসেল খান নামের ওই নেতা এক ভাড়াটে খুনিকে ৩ লাখ টাকার চুক্তিতে আমির নামে এক ব্যক্তিকে হত্যার নির্দেশ দিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর ১১ নম্বর মোহাম্মদিয়া মার্কেটের ব্যবসায়ী ও মার্কেট কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেনের সঙ্গে মার্কেট উন্নয়ন প্রকল্প ঘিরে রাসেল খানের বিরোধ চলছিল। মার্কেটটিকে বহুতল ভবনে রূপান্তরের পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধের জেরে এ হত্যার পরিকল্পনা করা হয় বলে ধারণা করা হচ্ছে।

জানতে চাইলে রাসেল খান বলেন, এটা আমার বিরুদ্ধে অপপ্রচার। ওটা আমার নাম্বার নয়। আমার নাম্বার ব্যবহার করে ছবি লাগিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শেখ ফরিদ হোসেন বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুর্নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রাসেল খানকে বহিষ্কার করা হয়েছে।

Share This Article