মিরপুরে রিকশাচালকদের সাথে পুলিশের সংঘর্ষ

বাংলাদেশ চিত্র ডেস্ক

মিরপুরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রদিবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ব্যাটারিচালিত রিকশার চালকরা। এ সময় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেন সড়ক অবরোধ করে আন্দোলন করা রিকশাচালকরা। ফলে ওই এলাকায় থমথমে আতঙ্ক বিরাজ করছে ।রোববার (১৯ মে) বিকেল পৌনে তিনটার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে ।

এর আগে সকালে ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি চেয়ে লাঠি হাতে মিরপুরে সড়ক অবরোধ করেন চালকরা। তাদের অবস্থানের ফলে মিরপুরজুড়ে তীব্র যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।আন্দোলনরত শ্রমিকরা দাবি না মানা পর্যন্ত রাস্তা থেকে সরে না যাওয়ার ঘোষণা দেন। এমন পরিস্থিতিতে উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ।পুলিশ আন্দোলনরত রিকশার চালকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও দাবি আদায়ে অনড় চালকরা সেখানেই অবস্থান করেন।

এমন অবস্থার মধ্যে বিকেলে পৌনে তিনটার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান চালকরা। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও লাঠিচার্জ করে। এ সময় রিকশাচালকরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

Share This Article