স্পোর্টস ডেস্ক:
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শেষ দিকে ভালো খেলতে থাকা বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামিয়েছিলেন জিম্বাবুয়ের অভিষিক্ত স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। তিন সেট ব্যাটার নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিক ও নাঈম ইসলামকে আউট করেছিলেন। আজ বুধবার তৃতীয় দিনেও বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হেনেছেন মাসেকেসা। এবার তার শিকার হয়েছেন তাইজুল ইসলাম।
অষ্টম উইকেটে মেহেদী হাসান মিরাজ ও তাইজুলের পঞ্চাশোর্ধ্ব রানের জুটিতে লিড বাড়াচ্ছিলো বাংলাদেশ। ৬৩ রানের মাথায় এই জুটি ভেঙেছেন মাসেকেসা। তাইজুলকে উইকেটরক্ষক তাফাদজওয়া সিগার হাতের ক্যাচ বানান তিনি। ৩৪২ রানে ৮ উইকেটের পতন হয় বাংলাদেশের। ৪৫ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন তাইজুল।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৯৯ ওভারের খেলা শেষে ৮ উইকেটে ৩৫০ রান। মিরাজ ৪৯ আর তানজিম হোসেন সাকিব ২ রানে অপরাজিত। টাইগারদের লিড এখন ১২৩ রানের। গতকাল বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মাত্র ২.৪ ওভার খেলা হতেই বৃষ্টি নামে। ফলে মাঠ ছাড়তে বাধ্য হন ক্রিকেটাররা।
ভক্তদের জন্য সুসংবাদ হলো- গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৫-১৬ মিনিটের বৃষ্টির পর ফের খেলা শুরু হয়েছে। বৃষ্টি থামার পর যথারীতি ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ দলের দুই অপরাজিত ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। এর আগে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
এ জাতীয় আরো খবর