পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ জহিরুল ইসলাম জুয়েল এর নির্বাচনী ইস্তেহার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ৬ জুন বেলা সাড়ে এগারোটায় উপজেলা আওয়ামী লীগ অফিসে বসে এ নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন।
এসময় ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ জহিরুল ইসলাম জুয়েল তার নির্বাচনী ইস্তেহারে বলেন, সততা ও নিষ্ঠার সাথে জবাবদিহিতার নতুন ধারায় উপজেলা পরিষদ কার্যক্রম পরিচালনা করা। ইউনিয়ন জনপ্রতিনিধিদের সাথে নিবির সম্পর্কের মাধ্যমে উপজেলা পরিষদ কার্যক্রম পরিচালনা, মাদক নির্মূলে খেলাধুলাকে উৎসাহিত করতে যুব-তরুণদের সকল ধরণের সহযোগিতা প্রদান ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করা, অগ্রধিকার ভিত্তিতে উপজেলার সকল প্রকল্প চিহ্নিত করন ও বাস্তবায়ন নিশ্চিত করা, স্বাস্থ্য সেবা ও চিকিৎসার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করা, কৃষি ক্ষেত্রে ফলন বৃদ্ধির জন্য উন্নত মানের কৃষি যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করা এবং কৃষকের ন্যায্য মূল্য আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, নদী উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা,গ্রাম পর্যায়ে সুপেয় পানি সরবরাহে ঘাটতি রয়েছে এইরূপ এলাকায় পর্যাপ্ত পরিমান গভীর নলকূপ স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা, মেধাবী ও দারিদ্র শিক্ষার্থীদের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা, দুস্থ্য ও গরিব রোগীদের জন্য ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস এর ব্যবস্থা গ্রহণ করা, অবৈধভাবে জমি দখল নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, উপজেলা শহরে পানি নিষ্কাশনের জন্য উন্নত মানের ড্রেনেজ ব্যবস্থা চালু করা, বাজার বাসস্টান্ড সহ উপযুক্ত স্থানে পাবলিক টয়লেট স্থাপনের উদ্যোগ গ্রহণ করাসহ ২৯টি নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন।
এসময় ঘোড়া মার্কার কয়েকশত কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।