মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতাঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল আলম স্বপন (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ২০২৩) দুপুর ১.৩০ টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, আজ ভোর রাতে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে মাহাবুবুল আলম স্বপনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছেন।
২০১২ সালে কাকড়াবুনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নির্বাচিত হয়ে দুই মেয়েদে দীর্ঘ ১১ বছর দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২১ সালের ২৮ নভেম্বরে ৩য় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ।
মাহাবুবুল আলম স্বপনের মৃত্যুতে মির্জাগঞ্জ উপজেলা সকল রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন ও মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।