বাংলাদেশ চিত্র ডেস্ক ::
চাঁদপুর জেলার মতলব (উঃ) উপজেলার ইঞ্জিনিয়ারদের পেশাজীবি বৃহত্তর সংগঠন মতলব উত্তর ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস এসোসিয়েশন(মুইয়্যা) এর সাংগঠনিক সম্পাদক পদে মরহুম ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে এসেছিলেন। মরহুম ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম (২৩-১০-২০২২) ইং তারিখে পরলোকগমন করেন।
তাহার মৃত্যুর পর আজ ০৩ মার্চ রোজ শুক্রবার বিকেলে মুইয়্যার অস্থায়ী কার্যালয় এসইএল সেন্টার পান্থপথে ঢাকায় এক আলোচনা সভায় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ কাজী কামরুজ্জামান (কামরুল) কে দায়িত্ব ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে দেওয়া হয়।
ইঞ্জিঃকাজী কামরুজ্জামান (কামরুল) তার গ্রাম মোহনপুর। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে থেকে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স বিষয়ে গ্রাজুয়েশন পড়াশোনা সম্পূর্ণ করে বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরী করছেন।
উক্ত আলোচনা সভা উপস্থিত ছিলেন মুইয়্যার সন্মানিত সভাপতি-ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক খান (সুমন), সাধারণ সম্পাদক- ইঞ্জিনিয়ার মোঃ আরিফ খান সহ মুইয়্যার কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।