মুম্বাইয়ে ঝড়ে বিলবোর্ড ভেঙে নিহত ১৪, আহত ৭০

বাংলাদেশ চিত্র ডেস্ক

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে প্রচণ্ড ধূলিঝড়ের সময় একটি বিলবোর্ড ভেঙে পড়ে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ জনের বেশি। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানান।

জানা গেছে, বিলবোর্ডটি একটি জ্বালানি স্টেশনের উল্টো পাশে ছিল। ঝড়ের সময় বিলবোর্ডের লোহার কাঠামোটি ওই স্টেশনের ওপর আছড়ে পড়ে। এতে হতাহতের এই ঘটনা ঘটে।

The post মুম্বাইয়ে ঝড়ে বিলবোর্ড ভেঙে নিহত ১৪, আহত ৭০ first appeared on Latest BD News – ব্রেকিং নিউজ.

Share This Article