মুরাদনগরে মাদক বিরোধী সমাবেশ – Dhaka Protidin

বাংলাদেশ চিত্র ডেস্ক

কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগড়া ইউপি ভবনে এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যাত্রাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ সোমবার দুপুরে ওই সমাবেশে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ইউপি সদস্য তাছলিমা বেগম, আলেয়া বেগম, স্বপ্না বেগম, বাবুল মুন্সী, বাবুল দেবনাথ, সেলিম মুন্সী, আনিসুজ্জামান দুলাল, জসিম উদ্দিন, জজ মিয়া, আবুল খায়ের, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাম মিয়া, মাওলানা বাশারত ভুইয়া, মাওলানা সফিকুল ইসলাম, সাংবাদিক আবুল কালাম আজাদ ও আব্দুস ছালাম।

সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আশরাফের উপস্থাপনায় অনুষ্ঠিত ওই মাদক বিরোধী সমাবেশে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মোচাগড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোল্লা তাজুল ইসলাম মামুন ও ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে মাদক নির্মূলে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনপূর্বক বিভিন্ন প্রদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়।

Share This Article