টানা দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) অডিটরিয়ামে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা উপস্থিত ছিলেন।পরে মুরাদনগর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিন ও মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান মজুমদার শপথ গ্রহণ করেন।
দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়ে ড. আহসানুল আলম সরকার কিশোর প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং মুরাদনগর উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মুরাদনগররের মানুষ আমাকে ভালোবাসে। তারা নিজের আমানত ভোট দিয়ে জয়ী করেছে।
আমি যেভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনো তাই করব। এই জয় আমার একার নয়, এই জয় মুরাদনগর উপজেলাবাসীর।