ফেনীর ফুলগাজীতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ও ভারতীয় উজানের পানিতে মুহুরী নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নদীর পানি ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সেলিম বলেন, ভারতীয় উজানের কারণে মুহুরী নদীর পানি বেড়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে লোকালয়ে পানি প্রবেশ করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এখনো নদীর পানি বাড়তেছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (অ. দা.) মো. আবুল কাশেম জানান, সকাল ৮টার পর থেকে নদীর পানি বাড়তে শুরু করে। সকাল সাড়ে ১০টায় মুহুরী নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘণ্টা দুয়েক ধরে বৃষ্টি বন্ধ থাকলেও নিয়মিত পানি বাড়ছে।
সকালে ফুলগাজী বৈরাগপুর এলাকায় বাঁধের একটি অংশে পানি প্রবেশের শঙ্কা দেখা দিলে আমরা বাঁধে গিয়ে মেরামত করেছি। নদীর পানি আরো বাড়তে পারে বলে এ কর্মকর্ত জানান।