মেঘনায় যাত্রীবাহী ট্রলারডুবি: এক মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৬

বাংলাদেশ চিত্র ডেস্ক

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে ৩৯ জন যাত্রী ছিল। এদের মধ্যে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ৬ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (৩১ মে) বিকাল ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। ঝড়ো আবহাওয়া ও নদীতে উঁচু ঢেউয়ের কারণে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। হাতিয়ার চানন্দী ইউনিয়নের স্থানীয় তিনটি বোটের সহায়তায় ৩২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও ৬ যাত্রী নিখোঁজ রয়েছেন। আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নৌবাহিনী ও উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। স্থানীয় জেলেরা শুরু থেকেই উদ্ধারকাজে অংশ নেন।

Share This Article