জমকালো মেঘে ঢাকা গ্ৰামীণ আলপথ।
নিঃসঙ্গ হেঁটে চলা নিয়তির শপথ।
নূতন করে মাঝি তুলছে পাল
বৃষ্টি থেমে গেলে রাজপথ মহিয়ান।
কখনো বৃষ্টি অনাসৃষ্টি
গুড়ুম ,গুড়ুম বজ্রপাত।
শহরের অলিগলি বৃষ্টিতে ভেজা কাক।
কখনো বা অবিরাম প্রলয়
কখনো বা বিপরীতে শহরের বৃষ্টি স্নাত অভিনয়।
ক্ষণে ক্ষণে গগন জুড়ি মেঘের মেলা,
দেখাচ্ছে শুধু সন্ধ্যা বেলা।
ঘরে ঘরে গল্পের আসর
বলছে সব আরব্য কথন।
গ্ৰামের বধু তুলছে রাঙিয়ে জীবন সেতুর গঠন।
কাঁথার ভেতরে বুনছে তারা একজীবনের অনুমোদন।
স্বপ্ন দেখছে কৃষক উদ্যান ভরে ফলবে ফসল।
শহরের নব নব নির্মিত অলিন্দে করছে শিশু বৃষ্টি বিলাস।
চাতক পাখি উড়ছে পারাবার।
জীবন সেতো এমন'ই ছুটছে অবিরাম।