মেট্রোরেলের কার্ড রিচার্জ ঘরে বসেই

বাংলাদেশ চিত্র ডেস্ক

মেট্রোরেলের যাত্রীদের জন্য এবার আসছে নতুন সুবিধা-আর স্টেশনে গিয়ে লাইন ধরে কার্ড রিচার্জ করতে হবে না। ঘরে বসেই র‍্যাপিড বা এমআরটি পাসে টাকা যুক্ত করা যাবে, মোবাইল ব্যাংকিং বা অনলাইন পেমেন্ট সেবার মাধ্যমে। এই সেবা চালু হচ্ছে ২৫ নভেম্বর।

ডিটিসিএ সূত্র জানিয়েছে, প্রথমে ডিটিসিএর ওয়েবসাইটে নির্দিষ্ট লিংকে গিয়ে রিচার্জ করা যাবে। পরে একটি অ্যাপ চালু হলে সেখান থেকেও টাকা রিচার্জ করা যাবে।

ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার জানান, এটি চালু হলে যাত্রীদের সময় বাঁচবে, স্টেশনে ভিড় কমবে, সেবা হবে আরও সহজ।

তবে অনলাইন রিচার্জ করার পরও যাত্রীকে একবার স্টেশনে গিয়ে অ্যাড ভ্যালু মেশিনে (এভিএম) কার্ডটি স্পর্শ করাতে হবে-টাকা হালনাগাদ করার জন্য।

কার্ড রিচার্জের পদ্ধতিতে রয়েছে নির্দিষ্ট ধাপ। প্রথমে নিবন্ধন, এরপর কার্ড নির্বাচন, তারপর অনলাইন পেমেন্ট। টাকা কাটা গেলে, তিন মাসের মধ্যে এভিএম-এ স্পর্শ না করালে টাকা ফেরত যাবে সেই অ্যাকাউন্টে, যদিও ১০ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে।

এই উদ্যোগ বাস্তবায়ন করছে ডেটাসফট নামের একটি প্রতিষ্ঠান। রাজধানীর ১৬টি স্টেশনে বসানো হবে ৩২টি এভিএম যন্ত্র।

বর্তমানে মেট্রোরেলে প্রতিদিন যাতায়াত করেন প্রায় পৌনে পাঁচ লাখ যাত্রী। তাদের মধ্যে ৫৫ শতাংশ ব্যবহার করেন র‍্যাপিড বা এমআরটি পাস। এই কার্ডে যাতায়াতে ১০ শতাংশ ছাড় মেলে।

সেবাটি পুরোপুরি চালু হলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠ হবে মেট্রোরেল সার্ভিস।

Share This Article