জামালপুরের মেলান্দহ- মাদারগঞ্জ উপজেলায়
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাদ্য বিতরণ করেন।
শুক্রবার (১৪জুলাই) মেলান্দহ- মাদারগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ৮ টি স্পটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেল ৩টায় মেলান্দহ উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-শিক্ষা বিষয়ক সম্পাদক ও জাতীয় পার্টি মেলান্দহ উপজেলা শাখার আহবায়ক মীর সামসুল আলম লিপটন, সদস্য সচিব ফজলুল হক ফজল, যুগ্ম-আহবায়ক মন্জুরুল হক, জাকিউল ইসলাম কহিনুর, জাতীয় পার্টি মেলান্দহ পৌর শাখার সভাপতি মোজাম্মেল হক মন্জু, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম জিল্লুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করেন নেতৃবৃন্দ।