মে দিবস উপলক্ষে জামালপুরে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর আলোচনা সভা

বিল্লাল হোসাইন, জামালপুর :

বিল্লাল হোসাইন, জামালপুর :
১ মে শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার আলোচনা সভা ও মজলিশে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে জামালপুর মেডিকেল কলেজ রোড ছোটগর এলাকায় জেলা কার্যালয়ে দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি হাফেজ লিয়াকত হুসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডাঃ সৈয়দ ইউনুছ আহমাদ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সিনিয়ার সহ-সভাপতি আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সেক্রেটারি
মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, দ্বীন কায়েম সংগঠন জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা সোলাইমান কবীর সাঈদী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ নাহিদ খান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণ।

Share This Article