মোঃ আলাউদ্দীন মন্ডল (মোহনপুর,রাজশাহী):- রাজশাহীর মোহনপুরে বিস্ফোরক মামলায় কেশরহাট পৌর বিএনপি নেতা শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৩০ নভেম্বর) রাত ১১ টার দিকে কেশরহাট পৌরসভার নাকইল স্কুলমাঠ হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম সাবেক পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। এদিকে গত ২৯ নভেম্বর বুধবার গভীর রাতে মোহনপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বাচ্চু রহমানকে আটক করতে পুলিশ তার বাড়িতে অভিযানে গেলে সে আটক এড়াতে বাড়ির ছাদের পাশে থাকা গাছ বেয়ে নীচে নামার সময় হাত ফসকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নওদাপাড়া ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শরীরে ছোট একটি অপারেশন করা হয়েছে।
এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ্ বলেন,থানা পুলিশের নিয়মিত অভিযানে বিস্ফোরক মামলায় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বাচ্চু রহমানের ব্যাপারে ওসি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাচ্চু রহমানের বাড়িতে পুলিশ নক করলে তিনি ছাদের পাশের গাছ বেয়ে নামতে গিয়ে পড়ে আহত হয়েছেন।উল্লেখ্য, আগামী ৩ ডিসেম্বর বিএনপি রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে মৌগাছি ইউনিয়ন বিএনপি’র আয়োজনে গত ১৫ নভেম্বর বিকালে বসন্তকেদার ডিগ্রি কলেজ মাঠে কলেজ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।বিএনপি’র সভাটি সন্ধ্যার আগে শেষ হলেও ঘটনাস্থল থেকে রাত ১০টায় অবিস্ফোরিত ৪টি ককটেল উদ্ধার করে মোহনপুর থানা পুলিশ। ককটেল উদ্ধারের পর ৭ জনকে এজাহার নামীয় ও ১৫০/১৬০ জনকে অঙ্গাত দেখিয়ে বিস্ফারক আইনে মামলা করেন পুলিশ।
বাংলাদেশ চিত্র/আনিস