মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা এলাকা থেকে গ্রেফতার ৩৭

বাংলাদেশ চিত্র ডেস্ক

রাজধানীর নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে মোহাম্মদপুরে ৩৩ জন ও নিউমার্কেট থানা এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে ডিএমপির মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, চুরি, পরোয়ানাভুক্তসহ মোট ৩৩ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে চারটি চাকু, ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অপরদিকে একই দিন নিউমার্কেট থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করে।

শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Share This Article