মোহাম্মদ অংকন’র নতুন ৩টি বইয়ের চুক্তি


সহ বার্তা সম্পাদক প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৪, ৬:১২ অপরাহ্ণ /
মোহাম্মদ অংকন’র নতুন ৩টি বইয়ের চুক্তি
মোহাম্মদ অংকন’র নতুন ৩টি বইয়ের চুক্তি

অমর একুশে বইমেলা ২০২৫ এর দিন ঘনিয়ে আসছে। লেখক-প্রকাশকের মধ্যে নতুন বই প্রকাশের প্রস্তুতি চলমান। ইতোমধ্যে শুরু হয়েছে লেখক-প্রকাশক দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদনা। সেই ধারাবাহিকতায় তরুণ লেখক মোহাম্মদ অংকন নতুন তিনটি বইয়ের চুক্তি সম্পন্ন করেছেন। গতকাল শনিবার (২৬ অক্টোবর) স্বপ্নযাত্রা প্রকাশনীর সাথে এই চুক্তি সম্পন্ন হওয়ার তথ্য জানা গেছে। মিরপুর-১১ ঋদ্ধি বুক ক্যাফতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন লেখক মোহাম্মদ অংকন। এ সময় উপস্থিত ছিলেন উদীয়মান কথাসাহিত্যিক শফিক রিয়ান ও ফয়সাল হোসেন।

স্বপ্নযাত্রা প্রকাশনীর প্রকাশক সোহাগ হোসেন সাজিদ জানান, ‘আমরা তরুণ লেখক মোহাম্মদ অংকনের বই প্রকাশের মাধ্যমে আমাদের প্রকাশনীর যাত্রা শুরু করতে যাচ্ছি। তিনি একজন পরীক্ষিত ও প্রতিশ্রুতিশীল লেখক হওয়ায় একই সাথে তিনটি বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছি। ‘কিডন্যাপারের খপ্পরে গুল্টু’ ও ‘গুল্টুর চোরধরা অভিযান’ শিরোনামে দুটো কিশোর উপন্যাস এবং ‘সবুজের বুকে রক্তিম সূর্য’ শিরোনামে মুক্তিযুদ্ধভিত্তিক শিশু-কিশোর গল্পগ্রন্থ প্রকাশের বিষয়ে চুক্তি সম্পন্ন হয়েছে ও লেখককে অগ্রিম রয়ালিটি প্রদান করা হয়েছে। বইগুলো নিয়ে আমরা আশাবাদী।’

একসাথে তিনটি নতুন বই চুক্তির বিষয়ে লেখক মোহাম্মদ অংকন বলেন, ‘ইতোপূর্বে বেশকিছু প্রকাশনীর সাথেই চুক্তিবদ্ধ হয়েছি। এবারই প্রথম একসাথে তিনটি বইয়ের চুক্তি করলাম স্বপ্নযাত্রা প্রকাশনীর সাথে। তরুণ প্রকাশক হিসেবে সোহাগ হোসেন সাজিদ আমার ওপর যে ভরসা রেখেছেন, তাতে আমি মুগ্ধ। আশা করছি, বইগুলো শিশু-কিশোরসহ সব বয়সী পাঠকের মন ছুঁয়ে যাবে।’

তরুণ লেখক মোহাম্মদ অংকনের ইতোমধ্যে ২১টি বই প্রকাশ হয়েছে। প্রতিবছর বইমেলায় তার একাধিক বই প্রকাশ হয়। নতুন বই প্রকাশ ও পত্রিকায় লেখালেখির মাধ্যমে তিনি পাঠকমহলে বেশ পরিচিত।