
(২ অক্টোবর) টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মনু নদীর তীরে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান।
এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হাম্মাদ নূর-ঈ সাদী, সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান ইফতি, প্রচার সম্পাদক আকিব খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক জাওয়াদ কোরেশী, অনুষ্ঠান ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক রেদুয়ান আহমেদসহ কার্যকরী সদস্য ইশরাক ও আরিফ।
আয়োজক সংগঠন জানান, পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধি ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবেই এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সংগঠনটি সারাদেশে এবছর সদস্যদের টিফিনের টাকায় ৫০ হাজার গাছের চারা বিতরণ করছেন। গত সাড়ে ১৪ বছরে সংগঠনের পক্ষ থেকে সারাদেশের বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীদের মাঝে ৬ লাখের বেশি গাছের চারা বিতরণ করেছে বলে জানান।