গবি প্রতিনিধিঃ
যশোরে বিনামূল্যে ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ রা জুলাই) যশোরের গোপালপুর বহিরঘরিয়া বাজার ঈদগাহ মাঠে এ ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
যশোর ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন এর আয়োজনে অনুষ্ঠিত ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের কার্যক্রমের উদ্বোধন করেন লেখক ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডাঃ মেহেদী হাসান নান্নু ভাইয়ের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ভেটারিনারি এসোসিয়েশনের ডাক্তারবৃন্দ তাছাড়া ও বিশ্ববিদ্যালয়ের ২০ জন ভেটেরিনারি মেডিসিন ও এনিম্যাল হাজবেন্ডারির শিক্ষার্থীবৃন্দ।
পরে বিভিন্ন এলাকা থেকে লোকজন তাদের গৃহপালিত পশুপাখি মাঠে নিয়ে আসলে সম্পূর্ণ বিনামূল্যে প্রাণিদের নানান পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা পত্র ও ওষুধ প্রদান করা হয়।
ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরো অনেক ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হবে বলে জানান যশোর ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন এর উপদেষ্টা পরিষদ।