জ্ঞানের দুনিয়া প্রসারিত করার লক্ষ্যে যাত্রা শুরু করলো TrickTuner
বাংলাভাষায় তথ্য প্রযুক্তির আপডেট ও শিক্ষা সহায়ক নানাবিধ তথ্যের সম্মিলনে যাত্রা শুরু করেছে শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট TrickTuner। ২০২৪ সালের ১৭ মার্চ এটি আত্মপ্রকাশ করে।
জ্ঞানের দুনিয়া প্রসারিত হোক এই মূলমন্ত্রকে সঙ্গী করে যাত্রা শুরু এই ব্লগিং ওয়েবসাইটের। আমাদের চারপাশে প্রতিনিয়ত নানাবিধ নতুন নতুন প্রযুক্তির বিকাশ হচ্ছে। সেসব তথ্য গুলোকে ব্লগ আকারে সবাইকে জানানোর প্রয়াসে এগিয়ে চলছে TrickTuner। সদ্য ব্লগিং জগতে প্রবেশ করা ওয়েবসাইটের রয়েছে শিক্ষা সহায়ক বিষয়, প্রতিনিয়ত বাজারে আসা বিভিন্ন গ্যাজেটের রিভিউ সহ আরো নানাবিধ বিভাগ।
এখানে মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার, প্রোগ্রামিং, অ্যাপ ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ে নিয়ে নিয়মিত ব্লগ লেখা হবে। বিভিন্ন আপডেট দেয়া হবে। এসব বিষয়ের জানা অজানা নানাবিধ টিপস ও ট্রিকস শেয়ার করা হবে।
পাশাপাশি ব্লগিং এর নানাবিধ বিষয় যেমন ব্লগ তৈরি, ডোমেইন হোস্টিং, (ব্লগার, ওয়ার্ডপ্রেস, জুমলা) ইত্যাদি CMS, এডসেন্স, ezoic, adsterra ইত্যাদি এড নেটওয়ার্ক নিয়ে সহায়ক তথ্য পূর্ণ ব্লগ নিয়মিত প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।
মূলত আমাদের লক্ষ্য একটি তথ্যবহুল ব্লগ তৈরি করা। যেখানে নানাবিধ তথ্যের সমাহার থাকবে। TrickTuner এর পাঠকেরা সমৃদ্ধ হবে সেসব ব্লগ পড়ে এটাই আমাদের প্রত্যাশা।