যানজটে আটকে মোটরসাইকেলে রওনা সড়ক উপদেষ্টার

বাংলাদেশ চিত্র ডেস্ক

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে সংস্কার কাজ পরিদর্শনে এসে তীব্র যানজটের কবলে পড়েন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। এ সময় ১৫ মিনিটের পথে ৩ ঘণ্টা আটকা পড়ে শেষ পর্যন্ত মোটরসাইকেলে করে গন্তব্যে পৌঁছান তিনি।

চোখে সানগ্লাস, মাথায় হেলমেট পরে উপদেষ্টা যখন মোটরসাইকেলে ওঠেন, তখন উপস্থিত জনতা ও পুলিশ সদস্যদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। অনেকে সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন।

এর আগে, বুধবার (৮ অক্টোবর) ঢাকা থেকে রেলপথে কিশোরগঞ্জের ভৈরবে আসেন তিনি। সকালে তিনি ভৈরব রেলওয়ে জংশনে নামেন। সেখান থেকে তিনি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আশুগঞ্জ উপজেলার হোটেল উজানভাটিতে যাত্রাবিরতি করেন। হোটেল থেকে বের হয়ে বাহাদুরপুর এলাকায় তিনি তীব্র যানজটের মুখোমুখি হন।

খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীত করার কাজ চলছে। তবে প্রকল্পের কাজ অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। এ পরিস্থিতিতে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার জুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। এর ফলে প্রতিদিন যাত্রীদের তীব্র যানজটের শিকার হতে হচ্ছে। এই অংশ পাড়ি দিতে যানবাহনগুলো ৪ থেকে ৬ ঘণ্টা সময় নিচ্ছে।

এ অবস্থায় প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে আসেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তার পরিদর্শনের প্রস্তুতিস্বরূপ গত রবিবার থেকে সড়কের খানাখন্দ ভরাট শুরু করা হয়। এক পাশ বন্ধ রেখে সংস্কার কাজ চালানোর কারণে গত তিন দিন ধরে মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। বুধবার সকাল থেকেই যানজট তীব্র আকার ধারণ করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, উপদেষ্টা আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশ্যে রওনা দিলে মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটে আটকা পড়েন।

Share This Article