যারা ধর্মীয় সংঘাত সৃষ্টি করে, তারা শয়তানের অনুসারী: শাহজাহান চৌধুরী

বাংলাদেশ চিত্র ডেস্ক

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, ‘আমাদের পূর্বপুরুষদের সময় থেকেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। যারা ধর্মীয় সংঘাত সৃষ্টি করে, তারা শয়তানের অনুসারী। সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’

শুক্রবার (১৭ অক্টোবর) কক্সবাজারের রুমঁখা পালংয়ের বউবাজার সংলগ্ন বৌদ্ধ মন্দিরে কঠিন চীবর দান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, ‘বৌদ্ধ ধর্ম মতে কঠিন চীবর দান সর্বোচ্চ দান। এর মাধ্যমে মন বিশুদ্ধ হয়, লোভ ও বিদ্বেষ দূর হয়—যা আজকের বৈষয়িক সমাজে অত্যন্ত প্রয়োজন।’

রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রেখে রোহিঙ্গাদের ফেরত পাঠিয়েছিলেন। এখন আমরা তা পারছি না কেন, তা ভেবে দেখা দরকার।’

অনুষ্ঠানে সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

Share This Article