যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের পর অভিবাসন প্রক্রিয়া কঠোর করতে একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার এ কঠোর অভিবাসী নীতির কারণে ভিসা প্রক্রিয়াও জটিল হয়ে গেছে। তাই যুক্তরাষ্ট্রের ভিসার জন্য প্রার্থনা করতে ভারতে মন্দিরে ভিড় করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান গত সোমবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানায়, ভিসাপ্রাপ্তি-বিষয়ক প্রার্থনার জন্য ভারতের পশ্চিমাঞ্চল গুজরাটের আহমেদাবাদের চমৎকারী হনুমান মন্দির এখন জনপ্রিয় উপাসনা কেন্দ্র হয়ে উঠেছে। অনেকেই এ মন্দিরকে এখন ‘ভিসা হনুমান’ মন্দির বলে ডাকেন।
মন্দিরের পুরোহিত বিজয় ভাট সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ভিসার আবেদনকারীদের তাদের পাসপোর্ট শ্রী হনুমানের সামনে রেখে একটি ভক্তিমূলক কীর্তন গাইতে বলা হয়। হনুমান হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রিয় দেবতা, যিনি তার বানরের মতো চেহারা জন্য পরিচিত।
তিনি আরও বলেন, এটি সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার। যদি আপনি বিশ্বাস করেন, এটি ঘটবে। তবে মনে সন্দেহ থাকলে আপনার আশা পূরণ হবে না।
পুরোহিত বিজয় ভাট দাবি করেন, তিনি এমন কিছু উদাহরণ দেখেছেন যেখানে একাধিক প্রত্যাখ্যানের পর ভক্তরা পূজা করার কয়েক ঘণ্টার মধ্যেই ভিসার অনুমোদন পেয়েছেন।
অনেক ভক্তই দূরবর্তী বিভিন্ন রাজ্য থেকে এ মন্দিরে এসেছেন এবং তাদের বেশিরভাগই ভিসা অনুমোদন পাওয়ার বিশ্বাস থেকে এসেছেন বলে জানান ভাট।
এদিকে, যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর সময় যাত্রাপথে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিরোধীদের তোপের মুখে পড়েছে মোদি সরকার।
গেল বুধবার (৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্যবাহী বিমানে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়। তাদের নামানো হয় অমৃতসর বিমানবন্দরে। তবে এই অভিবাসন প্রত্যাশীদের হাতকড়া আর পায়ে শিকল পরিয়ে বিমানে ওঠানোর ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় ভারতজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।