যুবদল কর্মীর গুলিতে জামায়াতের ২ কর্মী আহত

বাংলাদেশ চিত্র ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধের জেরে যুবদলের এক সদস্যের গুলিতে দুই জামায়াত কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৮ আগস্ট) বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান এই তথ্য নিশ্চিত করেন। ঘটনার আগে, রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ গ্রামে ওয়াসেকের দোকানের সামনে গুলিবিদ্ধ হন তারা। আহতরা হলেন মো. সজীব হোসেন (২০) ও মো. তুষার (২১)। উভয়ই গোপালপুর ইউনিয়ন জামায়াত যুব বিভাগের সদস্য এবং একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট বিকেলে গোপালপুর হাইস্কুল মাঠে মনির পাটোয়ারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চলাকালীন জামায়াতের কর্মী রাসেলের সঙ্গে বিএনপির কর্মী মানিকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একই দিন সন্ধ্যায় যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মী মহসিনের নেতৃত্বে একদল অস্ত্রধারী মহড়া দেয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। পরবর্তীতে শনিবার রাতে তারা অস্ত্র নিয়ে জামায়াতের কর্মীদের ধরতে পুনরায় তল্লাশী চালায়।

বেগমগঞ্জ উপজেলা জামায়াত যুব বিভাগের সভাপতি মো. জাকির হোসেন অভিযোগ করেছেন, ‘রোববার সন্ধ্যায় বিষয়টি সমাধানের জন্য স্থানীয়রা মধ্যস্থতা করতে বসলে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মী মহসিনের নেতৃত্বে লেদু, সোহেল, ফয়সাল, আশরাফ, হাসেম, মেরাজ ও মানিক জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে হাবিব এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে আমাদের যুব বিভাগের দুই কর্মী সজীব ও তুষার গুলিবিদ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন।’

এই বিষয়ে হাবিব ও মহসিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি। জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমন বলেন, ‘এ বিষয়ে আমার বিস্তারিত জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

ওসি লিটন দেওয়ান জানান, ‘স্কুল ভবনের ছাদের ওপর উঠে খেলাটি ভালোভাবে দেখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। অভিযোগ ছিল যে খেলায় জুনিয়র খেলোয়াড় সুযোগ পাচ্ছে, সিনিয়র খেলোয়াড়রা পাচ্ছে না। স্থানীয় মুরুব্বিরা সন্ধ্যায় বৈঠক করে বিষয়টি মিটমাট করে দেন। কিন্তু বৈঠকের পরপরই দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। যারা গুলিবিদ্ধ হয়েছেন, একপক্ষ দাবি করছে তারা তাদের লোক। অন্য পক্ষের সঙ্গে সরাসরি কথা বলতে পারিনি।’

Share This Article