যুবলীগ নেতা সোহেল সরকারের পক্ষ ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা

বাংলাদেশ চিত্র ডেস্ক

চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে চাঁদপুর জেলার মতলব উত্তরের সর্বস্তরের ব্যবসায়ী, রাজনৈতিক অঙ্গনের সকল নেতাকর্মী ও দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাঙালিকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগ পক্ষ থেকে মোঃ সোহেল সরকার।

এক শুভেচ্ছা বার্তায় যুবলীগের নেতা সোহেল সরকার বলেন, দূরে নয় হৃদয়ে সবই এক আপনজন। এই কথা স্মরণ হোক খুশীর প্রতিটি পলকে। একটি শান্তিপূর্ন ও সহনশীল সমাজ গঠনে ধৈর্য ও সহনশীলতা অপরিহার্য। ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল ফিতরে মহান আল্লাহ্ এর প্রতি অপরিসীম আনুগত্য ধৈর্য ও সহনশীলতার অনুপম নিদর্শন।

পরিশেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি মতলব সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সে সাথে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে রহমত কামনা করেন।

Share This Article