নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহঃ ময়মনসিংহে যুব মহিলা লীগের নেতৃকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে আজ (৮ জুলাই) শনিবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নেত্রী শারমিন আক্তার লাকী।
লাকী ময়মনসিংহ মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক। স্বামী-মোহাম্মদ উল্লাহ পলাশ। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি বলেন, জাতীয় পার্টির নেত্রী, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সিদ্দিকুর রহমানের মেয়ে নাজমিন সুলতানা তুলি তিনি আমার স্বামীর পূর্ব পরিচিত। সেই সুবাধে আমার সাথেও তার পরিচয়। পরিচিত হওয়ার পর থেকে তিনি আমাকে ভালোভাবে গ্রহণ করতে পারেননি। পরবর্তীতে কালক্রমে দিনের পর দিন জেলাসি বাড়তেই থাকে। তারই ধারাবাহিকতায় গত ২০ জুন শারমিন আক্তার লাকীকে জড়িয়ে ফেইসবুক আইডি ক্রাইম এন্ড করাপশন থেকে রাজনৈতিক কর্মকান্ডের ছবি ব্যবহার করে মনগড়া এবং আপত্তিকর ও অসামাজিক তথ্য উল্লেখ করে একটি ভিডিও পোষ্ট করে তুলি। যা লাকীর রাজনৈতিক, সামাজিক ও পারিবারিকভাবে সমাজের চোখে কুরুচিপূর্ণ, অশ্লীল, মিথ্যা, বানোয়াট, ভীতি প্রদর্শক মানহানি, সম্মানহানিকর।
এ ব্যাপারে নরসিংদী জেলার মনোহরদী থানার সল্লা বাইদ গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে নাজমিন সুলতানা তুলিসহ ৪/৫ জনকে আসামী করে গত ময়মনসিংহ ৩০ জুন বিকেল ৫টায় কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের ও ৪ জুলাই বিজ্ঞ আদালতে সাইবার ক্রাইমে একটি মামলাও দায়ের করেন লাকী ।
মামলার বাদী শারমিন আক্তার লাকী সংবাদ সম্মেলনে বলেন, বিবাদী নাজমিন সুলতানা তুলি তার স্বামীর পূর্ব পরিচিত। গত ৩০ জুন দুপুরে তার স্বামীর হোয়াটস্ আ্যাপ নাম্বারে বিভিন্ন ধরনের অপ্রীতিকর কথা লিখে তাদের প্রাণনাশের হুমকিসহ যে কোন সময় সুযোগমত পেলে তাদেরকে খুন করিয়া লাশগুম করে ফেলবে এবং ভীষন ক্ষতি সাধন করবে মর্মে হুমকি প্রদর্শন করে।
এ ব্যাপারে নাজমিন সুলতানা তুলি’র কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, লাকীর সাথে আমার কোন বন্ধুত্বও নেই, কোন শত্রুতাও নেই। তার স্বামীর সাথে আমাদের ব্যবসায়ীক সম্পর্কের সূত্রধরে টাকা পাওনা রয়েছে সেই টাকা চাইতেছি বলে লাকী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাছাড়া “ক্রাইম এন্ড করাপশন” যে আইডির কথা উল্লেখ করা হয়েছে সেই আইডির সাথে কোন রকম সম্পর্ক নেই বলেও জানান তুলি।